বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন চারজনের বিষপান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ মে, ২০২৫ ১৩:৩৯

জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার চারজন বিষপান করেছেন। তারা এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের সূত্রগুলো জানিয়েছেন, তারা সুস্থ হয়ে উঠছেন। তবে তারা কেন বিষ পান করেছেন, তা জানা যায়নি।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, বিষপান করা এই চারজন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বেলা দুইটা থেকে আড়াইটার দিকে তারা বিষ পান করেন। কর্তৃপক্ষ জানার পর চারজনকেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া ৫৫ জন এখনো ওই হাসপাতালে আছেন। তাদের মধ্যে চারজন আজ বিষপান করেছেন। কিন্তু কেন বিষপান করেছেন, বিষ তারা কোথায় পেলেন, তা তারা বুঝতে পারছেন না। হাসপাতালের পরিচালক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আহত ব্যক্তিদের অবস্থা জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শফিউর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, চারজনই এখন ঝুঁকিমুক্ত।

এ বিভাগের আরো খবর