বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজবাড়ীতে ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ

  • জহুরুল হক, রাজবাড়ী   
  • ১২ মে, ২০২৫ ১২:৫১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই অবৈধভাবে ফসলি জমিতে ইটভাটার কার্যক্রম শুরু করেছে প্রভাবশালী চক্র। এ নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। এরই মধ্যে শুক্রবার বিকেলে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের চাপায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র। এ ঘটনায় কৃষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত শনিবার দুপুরে সরেজমিনে জামালপুর-কোলারহাট সড়কের বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া বৃমাগুরা এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশেই ইটভাটার অফিস ঘর নির্মাণ করা হচ্ছে। কয়েকজন মিস্ত্রি ঘর নির্মাণ কাজে ব্যস্ত। বিভিন্ন ফসলের মধ্যে ইট ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করে ট্রাক্টরসহ বিভিন্ন দেশি তৈরি যানবাহনে করে এনে স্তূপ তৈরি করা হচ্ছে। ওই এলাকার সড়কে এখন ধুলাবালির সৃষ্টি হচ্ছে।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, ফসলি জমিতে ইটভাটার কার্যক্রম শুরু হয়েছে। প্রভাবশালীদের চাপাচাপির কারণে অনেক জমির মালিক লিজ দিতে বাধ্য হচ্ছে। এতে ওই এলাকার সব ফসলের মাঠের ক্ষতি হবে। এরই মধ্যে শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার সময় উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকরের ছেলে কলেজ ছাত্র সজীব সরকার প্রণয় তার কাকা রমা প্রসাদ সরকারের বৌভাত অনুষ্ঠানের প্লাস্টিকের গ্লাস আনার জন্য বাড়ি থেকে জামালপুর বাজারে যাচ্ছিলেন। নলিয়া মেলার সামনে পৌঁছালে নির্মাণাধীন ওই ইট ভাটার মাটি বোঝাই ট্রাক্টর বৃমাগুরা নতুন ভাটায় মাটি নিয়ে যাচ্ছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সজীব সরকার প্রণয় ঘটনাস্থলেই মারা যান। এতে লাশ ফেলেই যেন ইটভাটার কার্যক্রম শুরু হলো। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকরা।

ইটভাটার কাজে থাকা মিস্ত্রিরা বলেন, এই ইটভাটাটি করছেন বালিয়াকান্দির আব্দুল জলিল।

জলিলের মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, ‘এখনো ইটভাটার কার্যক্রম শুরু করি নাই। অফিস ঘর নির্মাণ ও মাটি আনা হচ্ছে।’ ফসলি জমিতে ইটভাটা করার কোনো অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি অফিসে খোঁজ নিতে বলে ফোন কেটে দেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন বলেন, মাটি টানা ট্রাক্টরের চাপায় কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ইটভাটা নির্মাণের ক্ষেত্রে কৃষি অফিসের তদন্ত রিপোর্ট প্রয়োজন হয়। এ বিষয়ে কেউ কোনো আবেদন করেনি। বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দিয়ে খোঁজখবর নেওয়া হবে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ফসলী জমিতে ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর রশীদ বলেন, ইটভাটা নির্মাণকারী কেউ আমাদের কাছে আবেদন করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো খবর