আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে 'ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য'র ব্যানারে শাহবাগে শুরু হয়েছে গণজমায়েত।
শনিবার বিকেল তিনটা থেকে এই গন জমায়েত শুরু হয়। এর আগে গতকাল তিন দফা দাবিতে এই গণ জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
তবে তিনি বলেছেন, এটি কোন নির্দিষ্ট দলের প্রোগ্রাম নয়। এটি সব দলের স্বতঃস্ফূর্ত প্রোগ্রাম। এরপর তিনি এক ঘোষণায় বলেন, আজকের এই গণজমায়েত 'ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য'র ব্যানারে অনুষ্ঠিত হবে।
তিন দাবিগুলো হলো—আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা।
বিকেল তিনটা থেকে গনজমায়েত শুরু হলেও শাহবাগ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকেই শাহবাগ অবরোধ করে রেখেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
আজ সারাদিনও ছিলো শাহবাগ অবরোধ।
বিকেল তিনটার কিছু আগে শাহবাগে এসে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী, জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দিক আলী ও এবি জুবায়ের। এরপর শুরু হয় গণজমায়েতের আনুষ্ঠানিক কর্মসূচি।
এরপর একে একে শাহবাগে আসতে শুরু করেছে বিভিন্ন প্ল্যাটফর্মের মিছিল। বিকেল চারটায় বড় একটি মিছিল নিয়ে শাহবাগে উপস্থিত হোন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় সকলে সমস্বরে 'লীগ ধর জেলে ভর', 'ব্যান ব্যান আওয়ামী লীগ' স্লোগান দিতে থাকেন।
গণজমায়েতে সারজিস আলম বলেন, এই শাহবাগে ফ্যাসিবাদ শুরু করেছে আওয়ামী লীগ। আজ সেই শাহবাগ থেকেই আওয়ামী ফ্যাসিবাদ নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, এই সরকার আমাদের। আমরা এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে আগ্রহী না। কিন্তু সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ উপদেষ্টা পরিষদের সভা থেকে কোন সিদ্ধান্ত না আসলে ভালো হবে না বিষয়টি। সভা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে।