বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রেসক্লাবে ফিলিস্তিনসহ নিপীড়িত মুসলমানের পক্ষে সংহতি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ২৬ এপ্রিল, ২০২৫ ১৬:০৮

ফিলিস্তিন, ভারত ও মিয়ানমারসহ বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানের সমর্থনে সমাবেশ করেছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ।

আজ শনিবার বেলা ১২টা থেকে এই সমাবেশ শুরু হলেও ভোর থেকেই প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ।

দেশের বিভিন্ন খানকাভিত্তিক আলেম ওলামা ও পীর মাশায়েখগণ এই সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশের কারণে প্রেসক্লাবের আশেপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশের অনুরোধে সমাবেশের জন্য নির্ধারিত সময়ের আগেই প্রোগ্রাম শেষ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সমাবেশের সংগঠক হাসান আজহারী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ফ্যাসিবাদের কোন সম্পর্ক নাই। আমরা মাজলুমের পক্ষে কথা বলি। আমরা জালেমের বিপক্ষে রুখে দাঁড়াই। আমরা শাহজালাল, শাহপরান, ৩৬০ বার আউলিয়ার সূর্যসন্তান। আমরা মাজলুমের পক্ষে দাঁড়াতে গিয়ে যদি জান দিতে হয় তাহলে জান দিতে প্রস্তুত আছি।

আরেকজন সংগঠক মোস্তফা আজহারি বলেন, গাজাতে ইসরাইলি বাহিনী জুলুম ও বর্বরতা চালাচ্ছে। বিশ্বের শান্তিপ্রিয় মানুষের প্রতি আমাদের আহবান, আসুন ইসরায়েলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। ইসরাইলকে বয়কট করে আমরা শান্তি স্থাপন করি। শুধু ইসরাইল নয়, ভারতের মুসলমানের উপর যে জুলুম ও অত্যাচার চলছে আমরা সেগুলোরও অবসান চাই।

তিনি বলেন, মায়ানমারে রাখাইন থেকে যে রোহিঙ্গা ভাই-বোনেরা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা তাদের অধিকার ফিরে পাক।

সমাবেশের শেষ ঘোষণাপত্র পাঠ করা হয়। ঘোষণাপত্রে ছয়টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—#জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।

#ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের যত কাঠামোগত ক্ষতি হয়েছে সকল কিছুর আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

#ফিলিস্তিনে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে ইতোমধ্যে যত হত্যা হয়েছে সকল হত্যাকান্ড ও হামলার আন্তর্জাতিক আদালতে তদন্তপূর্বক বিচার নিশ্চিত করতে হবে।

#ইন্ডিয়ার লোকসভায় পাস হ‌ওয়া অসাংবিধানিক ও মুসলিমবিরোধী ওয়াকফ বিল লোকসভায় বাতিল ঘোষণা করতে হবে।

#৫ আগস্ট থেকে এই পর্যন্ত মাজার, খানকায় ও দরবারে যত হামলা, অগ্নিসংযোগ হয়েছে সবগুলো ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

#সকল রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তে পতিত স্বৈরাচার কর্তৃক সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

এসময় আয়োজকরা হাত তুলে ইসরায়েল ও ভারতসহ সকল প্রকার বৈশ্বিক ও দেশীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের লড়াই জারি রাখার অঙ্গিকার করেন।

এছাড়া, বাংলাদেশের মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, সমাজ, সংস্কৃতি ও গোষ্ঠী স্বার্থে যে কোনো সময় যে কোনো মূল্যে ময়দানে নামতে প্রস্তুত থাকার কথাও জানানো হয়।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংহতি সমাবেশ শেষ হয়।

আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের সভাপতি ও মুসুরি খোলা দরবার শরীফের পীর শাহ্ হাসানুজ্জামান সমাবেশে সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য দেন ইসলামি বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী, এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসান আরিফ, আয়োজক কমিটির উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক প্রমুখ।

এ বিভাগের আরো খবর