বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৪:৫২

জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাননি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে এখনো কোনো নির্বাচিত সরকার বা পার্লামেন্ট পাইনি। সে জন্য আমাদের দৃঢ়তা এবং সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের সব সময় সজাগ থাকতে হবে। এ জন্য আমাদের সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।

গতকাল রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এ সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে কতগুলো নির্ধারিত বিষয়কে আমরা অনির্ধারিত করে ফেলেছি। নির্বাচন ও সংস্কারের বিষয়ে সব দলের উচিত হবে বিষয়গুলো নিয়ে ধৈর্যের সঙ্গে গ্রহণযোগ্য সমাধান করা। আমাদের আশা আমরা খুবই অল্প সময়ের মধ্যে একটি কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবদুল্লাহ আল নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এ পরিচয় আমি দিতে চাই না। তিনি এর থেকেও অনেক বড় মানের নেতা ছিলেন। এ মহান মানুষটির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। তিনি চলে গেছেন তবে আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো। এ কাজগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে অনেক উপকার হবে।

তিনি বলেন, আজকের এ সময় জাতির জন্য নোমান ভাইয়ের প্রয়োজনটা অনেক বেশি ছিল। এ ফ্যাসিবাদ পতনের পর জনগণকে সঠিক পথে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এ কাজটা নোমান ভাই সব থেকে ভালো পারতেন। তিনি সহজেই জনমতকে এক করে আন্দোলন গড়ে তুলতে পারতেন।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দুঃখের বিষয় হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয়ের এক ত্যাগী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ড করেছে তারা কখনো এ দেশের মঙ্গলের সঙ্গে থাকতে পারে না।

মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্টের আন্দোলন বাদেও ১৫ বছরের যত আন্দোলনে শ্রমিকরা আত্মহুতি দিয়েছেন, তাদের তালিকা শ্রমিক দলের কাছে থাকা উচিত। আমি আশা করব আমাদের শ্রমিক নেতারা এ বিষয়টাকে গুরুত্ব দেবেন এবং এ তালিকা তৈরি করবেন।

সরকার পরিবর্তন হলে শ্রমিকদের নেতৃত্বও পরিবর্তন হয়ে যায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যতই আন্দোলন করেন লাভ হবে না। শ্রমিকদের কথা শ্রমিকদেরই বলতে হবে। এজন্য শ্রমিকদেরই নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে। যাতে করে কোনো সুবিধাভোগী এসে যেন সুবিধা নিতে না পারেন।

বিএনপির মহাসচিব বলেন, আজকে একটি পক্ষ বলছে আমাদের কোনো অবদান নেই, তাদের সব অবদান। তাই আজকে আমি বলতে চাই আসুন না আমরা সবাই একজোট হই, ঐক্যবদ্ধ হই। নিজেদের আরও দৃঢ়ভাবে তৈরি করি। যাতে করে তাদের সেই তাদের বোধ থেকে সরিয়ে দিতে পারি এবং আমাদের অধিকারকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। নোমান ভাইয়ের আত্মা সেদিনই শান্তি পাবে যেদিন তিনি ওপার থেকে দেখতে পারবেন এদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্র‍য়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান দুর্জয় বলেন, আমার বাবা জীবনের শেষ সময় পর্যন্ত কোনো শর্ত দিয়ে রাজনীতি করেননি। আমার বাবা মনে করতেন রাজনীতিতে নেওয়ার কিছু নেই, রাজনীতিতে দেওয়ার অনেক কিছু আছে। আমার বাবা দলকে কখনো বলেনি আমাকে কিছু না দিলে আমি কিছু করব না। আমার বাবা চট্টগ্রামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান করে দিয়েছেন। এ কাজের মাধ্যমে তিনি আমাদের মাঝে সারাজীবন বেঁচে থাকবেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অত্যন্ত সমৃদ্ধশালী এক পরিবার থেকে উঠে এসেছেন আবদুল্লাহ আল নোমান। তিনি তার রাজনীতি শুরু করেন শ্রমিক নেতা হওয়ার মাধ্যমে। ১৯৭৮ সালে তিনি যখন শ্রমিক দলের দায়িত্বে ছিলেন তখন তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। নোমান ভাইয়ের সঙ্গে আমি বহু বছর কাজ করেছি। দীর্ঘদিন তিনি সভাপতি ছিলেন আমি সাধারণ সম্পাদক ছিলাম। তার সঙ্গে আমার কখনো কোনো দ্বন্দ্ব হয়নি।

নজরুল ইসলাম খান বলেন, চট্টগ্রামের বিএনপির রাজনীতির ইতিহাসে নোমান ভাই ছিলেন নেতাদের নেতা। চট্টগ্রামের বহু নেতা নোমান ভাইয়ের অধীনে রাজনীতি করেছেন। এমনকি যেদিন তিনি মারা যাবেন সেদিনও তিনি চট্টগ্রামের এক জনসভায় যেতে চেয়েছিলেন। নোমান ভাইয়ের মতো আপাদমস্তক রাজনীতি করা লোক সহজে দেখা যায় না। আমরা যদি তার আদর্শ ধারণ করে চলতে পারি তাহলে তার রাজনীতি সার্থক হবে।

এ বিভাগের আরো খবর