সম্প্রতি রাজধানীর মিরপুরে দেশীয় অস্ত্র ‘চাপাতি’ ঠেকিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ ছিনতাইয়ের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।পরবর্তীতে চাঞ্চল্যকর এ ছিনতাইয়ের ঘটনায় একটি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অপর দু’জনকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।
ঢাকা মগানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গত বুধবার (১৫ এপ্রিল) ভোরে ভুক্তভোগী অংগ্যজাই মারমা তার চাচাতো বোনকে নিয়ে শান্তি পরিবহনের একটি বাস থেকে নেমে রিকশায় পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশাটি মান্নান সরণি এলাকায় পৌঁছালে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে এসে রিকশার গতিরোধ করে। এরপর তারা ধারালো চাপাতি হাতে ভুক্তভোগীদের ভয় দেখিয়ে অংগ্যজাই মারমার মানিব্যাগ এবং তার চাচাতো বোনের গলার রুপার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর মানিব্যাগে নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে (ভাইরাল) বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর মিরপুর মডেল থানা পুলিশ ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়। এর প্রেক্ষিতে ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী।
তিনি আরও জানান, মামলা নেয়ার পর তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। পরে শুক্রবার সকালে গাজীপুরে অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুক্তভোগীর ছিনতাই হওয়া আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার শাকিলের দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানা এলাকার পূর্ব মনিপুরের একটি ভবনের ছাদ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।