বৈশাখ মাসের শুরুর দিকেই মুষলধারে বৃষ্টি দেখল রাজধানীবাসি। কদিন আগে চৈত্র মাসের তাপদাহে অতিষ্ট ছিল শহরের মানুষ। বৈশাখ মাসের তৃতীয় দিনেই ঝুম বৃষ্টিতে যেনো এক প্রশান্তি এনে দিয়েছে।
কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে মুষলধারে হওয়া এ বৃষ্টি গরমের তীব্রতা কমিয়েছে। আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে শুরু হয় এ বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে। এদিন সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা কমলেও থেমে থেমে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যায়।
এদিকে বৃষ্টিতে শহরের অনেক জায়গায় পানি জমে যানজটের সৃষ্টির হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিকেলে সাড়ে ৪টার দিকে গ্রিন রোডে সিএনজিচালিত কয়েকটি অটোরিকশা পানিতে আটকে থাকতে দেখা যায়। এ ছাড়া আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগানের বশিরউদ্দিন রোড, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনীপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।
রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।