অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার সাক্ষাৎ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে একাধিকবার প্রধান উপদেষ্টার আহ্বানে বৈঠকে অংশ নিলেও আজ নিজেদের আগ্রহে তার সঙ্গে আলোচনা করতে যাচ্ছে দলটি। দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির নেতারা জানিয়েছেন, আলোচনার মূল ইস্যু হবে আগামী জাতীয় নির্বাচন। বৈঠকে তারা কবে নির্বাচন এবং কবে নাগাদ এর রোডম্যাপ ঘোষণা করা হবে তা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আজকের বৈঠকের সম্ভাব্য এজেন্ডা জানতে চাইলে তিনি দৈনিক বাংলাকে বলেন, সার্বিক বিষয়ে আলোচনা হবে। তবে, নির্বাচন থাকবে প্রধান ইস্যু। পূর্বের দাবি অনুযায়ী, নির্বাচনের লক্ষ্যে ‘নির্বাচন ব্যবস্থা, পুলিশ এবং প্রশাসন’ এই তিন খাতে যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু দ্রুত সম্পন্ন করে দাবিকৃত সময়ে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একাধিকবার তার প্রকাশ্য বক্তব্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। তার মতে, দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে আর কম সংস্কার চাইলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। কিন্তু বিএনপি দাবি করে আসছে চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। দলটির নেতারা বিভিন্ন বক্তব্যে বারবার চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করে আসছেন। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়াই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
যদিও নির্বাচন ইস্যুতে বিএনপির দাবির পক্ষে অন্য দলগুলো একমত নয়। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। জামায়াত প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দাবি করেছে। আর এনসিপির নেতারা বলছেন, সংস্কার শেষ করেই নির্বাচন হতে হবে।
যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরেই তারা প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র দৈনিক বাংলাকে জানান, নির্বাচন নিয়ে চারদিকে যেসব গুজব ডালপালা মেলছে সেসব বন্ধে প্রধান উপদেষ্টাকে নির্বাচন নিয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গত ৯ এপ্রিল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে।
তিনি বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাইব। তিনি তা স্পষ্টভাবে জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে অনিশ্চয়তার যে একটা ভাব আছে, সেটা কেটে যায়।
সালাহউদ্দিন বলেন, ‘আমরা বলব যে এটা যথেষ্ট সময়। তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। তারা জুনের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতোপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন।’
বিএনপি নেতা বলেন, ‘যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটি পরিষ্কার করার জন্য আমরা তাকে (প্রধান উপদেষ্টা) আহ্বান জানাব।’
উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে যান। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রথম থেকেই বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। বিএনপি বলছে, ডিসেম্বরের পর নির্বাচন নেওয়ার চেষ্টা হলে তারা বিরোধিতা করবে এবং প্রয়োজনে রাজপথে কর্মসূচি পালন করবে।
জানা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সমমনা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করবে বিএনপি। সর্বশেষ গত সপ্তাহে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর পর দলটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই আজকের এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।