বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চকরিয়ায় ১৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি অপহৃত ব্যবসায়ী পরিবারে উৎকণ্ঠা

  • কক্সবাজার প্রতিনিধি   
  • ৮ এপ্রিল, ২০২৫ ১৬:২৪

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে জিয়াউদ্দিন কাজল (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধারের দাবিতে পরিবারের সদস্যরা গতকাল সোমবার দুপুর ১টার দিকে পৌর শহরে নিউজ পয়েন্টে সংবাদ সম্মেলন।

গত রোববার রাত ৮টার দিকে উপজেলার খুটাখালী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সিএনজিচালিত অটোরিকশায় তাকে তুলে নিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু অপহৃত জিয়াউদ্দিন কাজলকে উদ্ধার করতে পারেননি।

অপহৃত জিয়াউদ্দিনকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন তার স্ত্রী নুসরাত জাহান নিপা ও ছেলে নূর জামিন। নিখোঁজ ব্যবসায়ী জিয়াউদ্দিন কাজল উপজেলার খুটাখালী ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড নূর হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে নুসরাত জাহান নিপা জানান, চকরিয়ায় চিহ্নিত সন্ত্রাসী শিব্বির আহমদ, নাছির উদ্দিন বাবুল, মো. সালাহ উদ্দিন, জমির উদ্দিন, মো. আলী আহমদ, রাশেদুল ইসলাম, মো. মিন্টুসহ অজ্ঞাত ২-৩ জন পরিকল্পিতভাবে আমার স্বামীকে অপহরণ করেন। গত রোববার রাত ৮টায় আমার স্বামী জিয়াউদ্দিন কাজল খুটাখালী বাজারে ব্যক্তিগত কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ওই সন্ত্রাসী আসামিরা পূর্বশত্রুতার আক্রোশে পরিকল্পিতভাবে জিম্মি করে এলোপাতাড়িভাবে আঘাত করে। অপহরণ করে চিংড়ি প্রজেক্ট এলাকার গোপন স্থানে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ১৮ ঘণ্টা হয়ে গেলেও স্বামীকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের টিম অপহৃতকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। অপহৃতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো খবর