ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে:-
পাবনা: গাজা উপত্যকার বাতাসে এখন হাহাকার ও আর্তনাদ। ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থী-জনতার বিক্ষোভে উত্তাল পাবনার সড়ক। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের শহীদ চত্বরে এ বিক্ষোভ শুরু হয়। এর আগে পাবনা জিলা স্কুল, সরকারি এডওয়ার্ড কলেজ ও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এর সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন, ‘গাজায় ১৮ মাস ধরে হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। অসংখ্য মুসলিম হত্যা করেছে। শিশু, চিকিৎসাকর্মী ও সাংবাদিক- কোনো কিছুই বাদ দিচ্ছে না। গাজাকে একটি ধ্বংস নগরীতে রূপান্তরিত করা হয়েছে। এ রকম বর্বরতা বিশ্ব এর আগে দেখিনি। আমরা বিশ্ব মুসলিমের অংশ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই।’
এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের স্লোগান দিয়ে শহীদ চত্বরের পাশে লতিফ টাওয়ারের বাটা শোরুমে জুতা ও ঢিল নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। উত্তেজনা বাড়তে থাকলে ছাত্রনেতারা তাদের নিবৃত্ত করেন। পরে গাজাবাসীর জন্য মোনাজাত করে কর্মসূচি শেষ হয়।
নরসিংদী: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় নরসিংদীতেও ব্যাপক সংখ্যক লোক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। নরসিংদী শহরের শিক্ষা চত্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল বের করে। নরসিংদী জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান, ইব্রাহিম ভূঁইয়া, নরসিংদী সদর থানার আমির মাহফুজ ভূঁইয়া, নরসিংদী শহর আমীর আজিজুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রুহুল আমীনসহ নেতারা।
অন্যদিকে বেলা ১১টায় নরসিংদী পৌরসভা চত্বর থেকে সর্বস্তরের মুসলমান এক বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়। নরসিংদী শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে জেলখানা মোড়ে প্রতিবাদ সমাবেশে একত্রিত হন। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকার কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
নেত্রকোনা: গাজায় হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সকাল থেকে সারা দিনব্যাপী জেলা সদরসহ ১০ উপজেলার বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালিত হয়। জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলনসহ রাজনৈতিক দল, ইসলামী সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ বিক্ষোভে অংশ নেন। এ সময় বক্তারা অনতিবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান। সেই সঙ্গে সর্বপ্রকার ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানান তারা।
রংপুর: ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিল নিয়ে এসে টাউন হলের সামনে সড়কে অবস্থান করে। সেখানে সমাবেশে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটসহ জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
নওগাঁ: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদ এবং বিশ্বব্যাপী ডাকা হরতালের সমর্থনে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে নওগাঁ সরকারি কলেজ এবং নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহীদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’ স্টপ জ্যানোসাইডসহ নানা স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন।
নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী ও নওগাঁ ব্লাড সার্কেলের স্থায়ী কমিটির সদস্য সুলতান শাহরিয়া শাফি বলেন, ‘এই ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাইদের কেন মারছে? কী উদ্দেশ্য তাদের? শুধুই রাজনৈতিক, অর্থনৈতিক বা ভূমি দখলের জন্য? নাকি আমাদের দ্বীন, আমাদের ইমানের জন্য? তাদের সঙ্গে আমাদের শত্রুতা কোথায়? তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ কেমন হওয়া উচিত। তারা আমাদের আকিদার শত্রু, দ্বীনের শত্রু। আমরা নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনর্বহাল এবং ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’
নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘মিডিয়ায় যখন গাজার ধ্বংসস্তূপের ভিডিওগুলো দেখি তখন নিজেকে ধরে রাখতে পারি না। শত শত মরদেহ আকাশে উড়ছে। ছোট ছোট শিশুদের নিথর দেহ পড়ে আছে। আমাদের আর সহ্য হচ্ছে না। জাতিসংঘের কাছে এই হত্যার বিচার চাই।’
নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও নওগাঁ ব্লাড সার্কেলের উপদেষ্টা রেশমা পারভীন বলেন, ‘দখলদার ইসরায়েল বাহিনী আমাদের ভাইদের ভূমি দখল করে তাদেরই উৎখাত করছে। অথচ বিশ্ব বিবেকের এটি নিয়ে কোনো কথা নেই। আমরা এই সমাবেশ থেকে দেশবাসীকে ইসরায়েলি সব পণ্য বয়কট করার জন্য আহ্বান জানাই।
বাগাতিপাড়া (নাটোর): ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্লাজা প্রাঙ্গণে শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর চালানো গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানান।
প্রথম পর্বের মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলার দয়ারামপুর বাজারের প্রধান সড়ক এলাকায় প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
বাউয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা মাছুদার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তূর্য্য ও গাজাবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আল আমিন প্রমুখ।
ঈশ্বরদী (পাবনা): গতকাল সোমবার বাদ জোহর ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ হতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ধর্মঘট-বিক্ষোভ করেছে ঈশ্বরদীর হাজারও সাধারণ মানুষ। জোহরের নামাজের আগেই বিভিন্ন স্কুলের ছাত্রদের খণ্ড খণ্ড মিছিল এসে মসজিদের সামনে জড়ো হয়। ছাত্র, শিক্ষক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী, যুবক, বৃদ্ধসহ সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। শহরজুড়ে মিছিলটি বিক্ষোভ প্রদর্শন করে। মিছিল শেষে ঈশ্বরদী রেলগেট মোড়ে পথসভা হয়। বক্তারা গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ত্রিশাল (ময়মনসিংহ): গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল ত্রিশালের রাজপথ। গতকাল সোমবার বাদ জোহর গোহাটা মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে হাজার হাজার জনতা অংশ নেন। পরে সরকারি নজরুল কলেজের সামনে এক সমাবেশে বক্তব্য দেন মুফতি জহিরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা এখলাস উদ্দিন, মাওলানা আবু তাহের, মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা তোফাজ্জল হক মুফতি মোশারফ হোসেইন প্রমুখ। এ ছাড়া সকালে গাজায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ত্রিশাল পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের খবর পাওয়া গেছে।
মৌলভীবাজার: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গতকাল কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ করা হয়। সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, ভানুগাছ, পতনঊষার, মুন্সীবাজার, আদমপুরসহ বিভিন্ন স্থানে এ বিক্ষোভ মিছিল করা হয়।
এসব মিছিল শেষে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।