গাজীপুরে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আন্দোলন থেমে গেলে বিভিন্ন কারখানা আবার চালু করা হয়।
শ্রমিকরা শনিবার সকাল সাড়ে আটটা থেকে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের ভাষ্য, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জায়ান নিটওয়্যার ফ্যাশন লিমিটেড নামের কারখানায় কয়েক দিন আগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাকবিতণ্ডার জেরে কারখানার তিন কর্মকর্তাকে মারধর করেন শ্রমিকরা। এ ঘটনায় একটি মামলায় কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার হয়। এসবের জেরে ওই কারখানায় উত্তেজনা চলছিল।
এমন বাস্তবতায় শনিবার থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ সকালে কারখানায় গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা।
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবস্থান নিয়ে সকাল সাড়ে আটটা থেকে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। ওই সময় আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন। তারা আরও কারখানায় গিয়ে ইট-পাটকেল ছোড়েন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক থেকে তাদের দ্রুত সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ওই শ্রমিক আন্দোলনের জেরে আশপাশের অন্তত ১০ থেকে ১২টি কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। আন্দোলন থেমে গেলে আবার অধিকাংশ কারখানা চালু করা হয়।
শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।