চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে শিক্ষার্থী দুজন সহোদর। অপরজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।
দুর্ঘটনায় আহত হন আরও একজন শিক্ষার্থী।
চট্টগ্রামমুখী পূরবী বাস বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সহোদরদ্বয় হলো ওয়াকার উদ্দীন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা জামিজুরির জসিম উদ্দিনের সন্তান এবং দোহাজারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। অপরজন অটোরিকশার চালক রুহুল আমিন (৪৫)।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫), যে নবম শ্রেণির ছাত্রী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক।
এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেন। তাদের একজনের ভাষ্য, সড়ক প্রতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে।