মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
গাংনী বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরের পাশে মসজিদের সামনে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই গাংনী থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সম্প্রতি চার লেন সড়ক উন্নয়নকাজের জন্য গাংনীর জনপ্রিয় মিষ্টির দোকান মালেক ফল ভান্ডার ভেঙে দেয় সড়ক বিভাগ। বাসস্ট্যান্ড এলাকার সেই দোকানের স্থানে নতুন দোকান বসানোকে কেন্দ্র করে গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে দেশীয় অস্ত্র ব্যবহার করে দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ।
ওই সংঘর্ষে ২০ জন আহত হন; জখম হন আবদুল আলিম নামের এক ব্যক্তি। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আবদুল আলিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত অন্যান্য ব্যক্তি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে ঘটনার পরের দিন মঙ্গলবার সকাল ১০টার দিকে মকবুল হোসেন মেঘলার সমর্থকরা গতকালের বিষয় নিয়ে প্রতিবাদ সভা শুরু করলে আবারও এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে। পুলিশ এসে তা স্বাভাবিক করে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।