ঢাকার সাভার উপজেলার আমিনবাজারে মঙ্গলবার ৪০০/২৩০ কেভি সাবস্টেশন পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস জানায়, ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এটি নির্বাপণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে আজ সকাল সোয়া ৭টার দিকে গ্রিডে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন ব্রিফিংয়ে বলেন, ‘আমিনবাজরের পাওয়ার গ্রিডে আগুনটি তেল সংশ্লিষ্ট হওয়ায় নির্বাপণ ক্রিটিক্যাল পদ্ধতিতে করতে হয়। সে কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে।
‘প্রথমে আগুন লাগা ট্রান্সফরমার শনাক্তের চেষ্টা করা হয়। আমরা একটি ট্রান্সফরমারে আগুন শনাক্ত করেছি। আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারেনি।’
তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ এখনও জানা যায়নি। প্রযুক্তিগত বিষয় থাকায় আগুন নির্বাপণের পর গঠিত তদন্ত কমিটি বিস্তারিত বলতে পারবে। নাশকতার কিছু পাইনি, তবে তদন্ত কমিটিই এটি বলতে পারবেন।’
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগুনে কোনো হতাহত নেই। আগুন শুধু একটি ট্রান্সফরমারে লেগেছে। ব্যাকআপ ট্রান্সফরমার থাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হচ্ছে না।’
এ কর্মকর্তা জানান, কল্যাণপুর, মিরপুর, সাভার, চামড়াশিল্প নগরী, কুর্মিটোলা, সিদ্দিক বাজারসহ বিভিন্ন স্টেশন থেকে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।