ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
অভিযুক্ত শিক্ষককে রবিবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে আদালত এলাকায় মানিককে দেখেই সংক্ষুব্ধ লোকজন মারধর করেন। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ধর্ষণে অভিযুক্তের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র- জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে একাধিক বক্তা দাবি তোলেন দৃষ্টান্তমূলক শাস্তির। তা না হলে তারা আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। তাদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, কোনোভাবেই যেন অপরাধী আইনের ফাঁক দিয়ে বের না হতে পারে, তা নিশ্চিত করা হবে। অপরাধ প্রমাণিত হলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
এর আগে ধর্ষণের অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে ঘটনার দিন শনিবার রাতে সদরের ভূল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হকের নামে মামলা করেন।