নির্ধারিত ভাড়ার বেশি নিলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
সচিবালয়ে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সব অংশীজনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে উপদেষ্টা এ হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা বলেন, ‘নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। যাত্রীদের নির্ধারিত ভাড়া তালিকাভুক্ত করে প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে।
‘অতিরিক্ত ভাড়া নেওয়া হলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো লঞ্চ নির্ধারিত সিরিয়ালের বাইরে ছেড়ে যেতে পারবে না। অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। শুধু সদরঘাট নয়, রাস্তা থেকে যাত্রী তোলা যাবে না।
‘এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করবে। নৌবাহিনীও সহযোগিতা করবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী অপ্রয়োজনে লঞ্চে চেক করে সময় নষ্ট করবে না। ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না ও নির্ধারিত গতিসীমার বেশি চালানো যাবে না।’