বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাংনীতে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

  • প্রতিনিধি, মেহেরপুর   
  • ৪ মার্চ, ২০২৫ ১৩:০৩

গাংনী উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল বলেন, ‘আজ সকাল ৯টায় অফিস সহকারী আমাকে ফোন দিয়ে জানায়, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভল্ট ভেঙে টাকা নিয়ে চলে গেছে। ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রাখা ছিল।’

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, একদল চোর বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার বাইরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে যে কক্ষটিতে ভল্ট থাকে, তার স্টিলের দরজা কেটে ভল্ট ভেঙে সেখানে থাকা আট লাখ ১০ হাজার টাকা নিয়ে চলে যায়।

চোরের দল ওই সময় ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর/হার্ডডিক্সটিও খুলে নিয়ে চলে যায়।

পরের দিন মঙ্গলবার সকালে অফিস সহকারী শাহাদত হোসেন ব্যাংকের দরজা খুলে দেখেন, জানালার গ্রিল কাটা। পরে ভেতরে প্রবেশ করে দেখে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে চোরেরা। সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখতে গিয়ে দেখেন, হার্ড ডিক্সটাও নেই।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

গাংনী উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল বলেন, ‘আজ সকাল ৯টায় অফিস সহকারী আমাকে ফোন দিয়ে জানায়, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভল্ট ভেঙে টাকা নিয়ে চলে গেছে। ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রাখা ছিল।’

তিনি আরও বলেন, ‘বাজারে নাইট গার্ড রয়েছে। তবে ব্যাংকের নিজস্ব কোনো নাইট গার্ড নেই।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসমাইল বলেন, ‘রাতে চোরেরা ব্যাংকটির তিন তলার পেছন সাইডের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের ধরতে মাঠে কাজ শুরু করেছে।

‘ইতোমধ্যে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইট গার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে পুলিশ থানায় নিয়েছে।’

চলতি বছর মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে একই ধরনের চুরির ঘটনা ঘটে। সেখানে ভল্টে থাকা ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায় চোর।

সেই চুরির ঘটনায় এখন পযর্ন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ নিয়ে চলতি বছরে জেলায় ইসলামী ব‍্যাংক এজেন্ট শাখায় দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটল।

এ বিভাগের আরো খবর