বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিনা মূল্যে ১০ কেজি চাল পাবে এক কোটি পরিবার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৪৬

খাদ্য উপদেষ্টা রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, সেটি নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ঢাকা বিভাগের সব জেলা প্রশাসককে নির্দেশনা দেন।

সরকার ঈদ উপলক্ষে উপহার হিসেবে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনা মূল্যে ১০ কেজি করে চাল দেবে। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে দেশের ৫০ লাখ পরিবারকে।

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিবিষয়ক এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় খাদ্যসচিব মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকসহ খাদ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, সেটি নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ঢাকা বিভাগের সব জেলা প্রশাসককে নির্দেশনা দেন।

খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে, সে বিষয়ে জেলা প্রশাসকরা উপদেষ্টাকে অবহিত করেন।

উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, ‘দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে।

‘এ জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর