‘সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে ষড়যন্ত্র’ স্লোগানকে সামনে রেখে সাত বছর পর দলের বর্ধিত সভা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে গঠিত কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় এ বর্ধিত সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় বক্তব্য দেবেন।
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।
সভার শুরুতে গত ১৬ বছরে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং দলের প্রয়াত নেতাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোক প্রস্তাব পাঠ শেষে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শোক প্রস্তাব পাঠ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর উদ্বোধনী বক্তব্য দেবেন তারেক রহমান।
সভা মঞ্চ থেকে সঞ্চালক সুলতান সালাউদ্দিন টুকু জানান, সভায় বেগম খালেদা জিয়া ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।
সভার মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর কথা উল্লেখ করা হয়।
উদ্বোধনী ভাষণের পর থেকে উপস্থিত নেতারা বক্তব্য প্রদান করবেন। এরপর দুপুরের বিরতি দেওয়া হবে। জোহরের নামাজ ও দুপুরের আহারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হবে।
সারা দেশ থেকে আসা নেতারা এ সেশনে বক্তব্য দেবেন।
সভাপতি তারেক রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে রাতে শেষ হবে বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশন।
বর্ধিত সভায় নির্বাহী কমিটির সদস্য, ২০১৮ সালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সব সাংগঠনিক জেলা ও উপজেলার সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন সময়ে গঠিত উপকমিটিগুলোর সদস্যরাও উপস্থিত থাকবেন। এ ছাড়া মনোনয়ন ফরম কিনেছেন এমন ব্যক্তিরাও সভায় আমন্ত্রিত।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন।
আমন্ত্রিতদের জন্য খাওয়া-দাওয়া, স্যানিটেশন, চিকিৎসা সেবাসহ প্রভৃতি সেবা নিশ্চিত করা হয়েছে। সার্বক্ষণিক তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। একটি ফিল্ড হাসপাতাল আছে, যেখানে কিছু বিছানা রয়েছে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য।
বিএনপি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রস্তুতিসহ দলের পরিকল্পনা এ সভায় সর্বাধিক গুরুত্ব পাবে।
বিগত আন্দোলনের মূল্যায়নের পাশাপাশি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দলের কর্মপরিকল্পনা কী হবে, সে বিষয়ে মতামত নিতেই এ সভা ডাকা হয়েছে। তৃণমূলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের অবস্থান, জনপ্রিয়তা এবং নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ কেমন, সেই চিত্র উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভার পর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর কারাগারে পাঠানো হয় তাকে।