জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা না করতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক ঘাটতি থেকে উত্তরণ, নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
নীলফামারীর কেন্দ্রীয় শহিদ মিনারে মঙ্গলবার আয়োজিত সমাবেশে ফারুক বলেন, ‘এখন আমরা আওয়াজ শুনতে পাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কোনো পরিকল্পনা করতে পারবেন না।
‘আগে সংসদ নির্বাচন হবে। যারা বিএনপিকে হেলা মনে করেন, নীলফামারী এসে দেখে যান। সুযোগ বুঝে কোপ দিয়েন না। কোপ খাওয়ার মানুষ আমরা। ধৈর্য আমাদের আছে। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আল্লাহ ছাড়া বিএনপিকে দমিয়ে রাখার কোনো শক্তি নেই।’
অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থিত সরকার আখ্যায়িত করে দলটির জ্যেষ্ঠ এ নেতা আরও বলেন,‘যার কণ্ঠে ১৯৭১ সালে স্বাধীনতা শুনেছিলাম, তখন আজকের জাতীয়তাবাদী শক্তির দল ছিল না। রাতে রেডিওতে শুনেছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়া। জিয়ার দলের আমি একজন একনিষ্ঠ কর্মী। আমার ডানে, বামে বহু অত্যাচারিত, জেল খাটা ভাইয়েরা আছেন।
‘ইউনূস সরকার, হাসিনার অত্যাচার ভুলি নাই। যুবদল, ছাত্রদলের চোখ উপড়ে ফেলেছে। হাত কেটে দিয়েছে। আমার মা খালেদা জিয়াকে বিনা কারণে পাঁচ বছর জেলে রেখেছে। আমি কী ভুলিতে পারি?’
তিনি বলেন, ‘সেই ষড়যন্ত্র আবার বিএনপির বিরুদ্ধে। নীলফামারীর ভাইয়েরা শক্ত হাতে যে দল আপনারা ধরে রেখেছেন, সেই দলের নেতা-কর্মীদের আমি সাহস দিয়ে বলতে পারি, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো শক্তি নাই আমাদের খালেদা জিয়ার, শহীদ জিয়ার, তারেক জিয়ার দলকে আর ডুবাইতে পারবে।’