নিজ স্বার্থে কোনো সরকার যেন ইন্টারনেট শাটডাউন করতে না পারে, সে জন্য বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেন, ‘ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং চালু করার মূল কারণ হলো অনলাইন ব্যবসা চিরতরে বন্ধ করা।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে একাধিকবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভ দমন বা বিরোধীদের বড় কোনো আন্দোলন দমন করার জন্য ইন্টারনেট শাটডাউন স্বৈরশাসক ও স্বৈরাচারীদের একটি প্রিয় হাতিয়ার। কিন্তু এই প্রক্রিয়ায় কয়েক হাজার ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান।
‘বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমন মানে ভবিষ্যতের কোনো সরকার ইন্টারনেট পুরোপুরি বন্ধ করতে পারবে না। অন্তত বিপিও ফার্ম, কল সেন্টার এবং ফ্রিল্যান্সাররা নেট বন্ধ করার নতুন কোনো প্রচেষ্টায় কখনোই আঘাত পাবে না।’
আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক বাংলাদেশে চালু করার জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।