ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরে রবিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছে।
সন্ধ্যা সাতটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রবিবার রাত দেড়টা থেকে সোমবার ভোররাত সাড়ে চারটা পর্যন্ত তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়।
দগ্ধ ছয়জন হলেন সুজাত মোল্লা (২৬), মোহাম্মদ জিসান (২০), হালিমা বেগম (৪২), শিল্পী আক্তার (৩৫), আমেনা খাতুন (৬০) ও মোহাম্মদ সজিব (৮)।
তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা প্রতিবেশী শাওন আহমেদ জানান, হেমায়েতপুরের নালিয়াসুর দক্ষিণপাড়ার নবাব আলীর বাড়ির দ্বিতীয় তলার নিচ তলায় একটি ঘরে সিলিন্ডার বিস্ফোরণ হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হেমায়েতপুর থেকে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছেন, যাদের দেহের ১৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। তাদের কেউই শঙ্কামুক্ত নয়।