রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে মৃত বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক।
নিউ মার্কেট থানা পুলিশ জানায়, ২৪ বছর বয়সী আনিকা মেহেরুন্নেসা সাহিকে রবিবার রাত ১১টার দিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয় পুলিশ। রাত দুইটার দিকে তাকে মৃত বলে জানান চিকিৎসক।
আনিকা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন, যার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট গ্রামে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি জানান, এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের অষ্টম তলার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিলেন আনিকা। খবর পেয়ে অচেতন অবস্থায় নামিয়ে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, আনিকা প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে।