বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশায় ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত

  • ইউএনবি   
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৭

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুপচাঁচিয়া উপজেলায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে প্রাণ হারান গোবিন্দপুর ইউনিয়নের বালিয়াদীঘি এলাকার মোজাহার আলী (৬০) ও একই এলাকার সাদিকুল ইসলাম এবং নওগাঁর সান্তাহারের শহিদুল ইসলাম (৬০)। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান দুপচাঁচিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের মেজবাহুল হক স্বাধীন (৩২) ও ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওই সময় নওগাঁ থেকে বগুড়াগামী দ্রুতগামী গরুবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। তারা টাইলস কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠালেও ট্রাকচালক গাড়িসহ পালিয়ে গেছেন বলে জানান ওসি।

এ বিভাগের আরো খবর