রাজধানীর খিলগাঁও এলাকার তালতলা চৌরাস্তার পাশে গ্যারেজ পট্টিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের খবর পায়।
পরে আগুন নিয়ন্ত্রণে তাদের তিনটি ইউনিটের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) প্রধান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এখন চলছে উদ্ধারকাজ।
এর আগে তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
আনোয়ারুল ইসলাম জানান, খিলগাঁও থানার পেছনেই এ গ্যারেজ পট্টি। সেখানে পাশাপাশি অনেকগুলো গাড়ির গ্যারেজ রয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে আগুনের কারণে তালতলা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক দূর থেকে আগুনের শিখা দেখা যায়। ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়।
গাড়ির গ্যারেজে আগুন ছড়ানোর পর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।