পাইপলাইন স্থানান্তরকাজের জন্য রাজধানীর কিছু এলাকায় বৃহস্পতিবার ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানােনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১-এর ভূগর্ভস্থ স্টেশনের (নর্দ্দা) অ্যালাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে রাত ১১ ঘটিকা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড হতে শাহজাদপুরের সুবাস্তু টাওয়ার পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
‘এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’