বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৪১

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘হাতিরঝিল থেকে এক যুবককে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডের বাগিচরটেক এলাকায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তের ছোড়া এলোপাতাড়ি গুলিতে মোহাম্মদ সুমন (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।

তিনি ইন্টারনেট সেবা দেওয়া একটি দোকানের কর্মচারী।

গুরুতর আহত অবস্থায় যুবককে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এনে ভর্তি করা হয়।

সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া তার বোন ইভা আক্তার বলেন, ‘আমার ভাই ইন্টারনেটের লাইনম‍্যান। রাতে রামপুরা ওয়াপদা রোডের একটি চায়ের দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ হেলমেট পড়া চলন্ত মোটর বাইক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে এলাকা ত্যাগ করে। এতে ভাইয়ের ডান পায়ের ঊরুতে গুলি লাগে।

‘পরে আমরা মুগদা হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক ভর্তি দেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার কুতুবপুর গ্রামে। বর্তমানে রামপুরা ওয়াপদা রোডের দুই নম্বর গলির একটি ভাড়া বাসায় থাকি আমরা।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘হাতিরঝিল থেকে এক যুবককে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর