বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত

  • প্রতিবেদক, সিলেট   
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:৫৯

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন প্রাইভেট কারের চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০) এবং যাত্রী শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

উপজেলার উনিশ মাইল এলাকায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী ট্রাক সিলেটগামী প্রাইভেট কারকে ধাক্কা দেয়।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন প্রাইভেট কারের চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০) এবং যাত্রী শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

আরেকজন বিকেলে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, ‌‘সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন বলে তথ্য পেয়েছি।

‘বিকেলে আরেকজন মারা গেছেন বলে শুনেছি। তবে নিশ্চিত হতে পারিনি।’

তিনি বলেন, প্রাণ হারানো সবাই প্রাইভেট কারের চালক ও যাত্রী। সবার মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর