বিশ্ব ইজতেমায় বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বলছে, নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি নেই।
বিশ্ব ইজতেমা নিয়ে আমেরিকান দূতাবাসের সতর্কতা জারি প্রসঙ্গে জিএমপি কমিশনার নাজমুল করিম খান শুক্রবার পুলিশ কন্ট্রোলরুমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে দেশ-বিদেশের মুসল্লিদের কারও নিরাপত্তা ঘাটতি রাখা হয়নি। ইজতেমার পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট।
‘অনেক গুজব ছড়াবে। এ বিষয়ে আমাদের সবার সজাগ থাকতে হবে।’
তিনি জানান, এবার অনেক শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিশ্ব ইজতেমায় অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ময়দানে এসেছেন বলেও জানান তিনি।