বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদপুরে মেঘনা নদীতে গোলাগুলি: দুজন নিহত, একজন আহত

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ   
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ১২:৩১

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা সংবাদ পেয়ে তৎক্ষণাৎ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুইজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরেকজন আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।’

চাঁদপুরের মোহনপুর এলাকায় বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহত দুজন হলেন চাঁদপুরের মতলব থানার দশানি গ্রামের বাসিন্দা তুহিন (২৯) ও ভাষানচর গ্রামের রাসেল (৩০)।

আহত ব্যক্তির নাম আইয়ুব আলী, যার অবস্থা গুরুতর।

পুলিশের ভাষ্য, সংঘর্ষটি মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের ফলে ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে বালু উত্তোলনের অনুমতি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা সংবাদ পেয়ে তৎক্ষণাৎ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুইজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।

‘আরেকজন আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, ‘দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল, যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর