মুক্তিযুদ্ধে তিন নম্বর সেক্টরের কমান্ডার, দেশের প্রথম সেনাপ্রধান বীর উত্তম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহর মৃত্যু হয়েছে।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রোববার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
কে এম সফিউল্লাহ দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। ২ জানুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
আজ সকালে তার মৃত্যু হয় বলে বাসসকে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
কে এম সফিউল্লাহর জন্ম ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তার বয়স হয়েছিল ৯১ বছর।
তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।
কে এম সফিউল্লাহ ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ১৬ বছর তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, কানাডা, সুইডেন ও ইংল্যান্ড।