কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় শতাধিক বাড়িঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
টেকনাফের নয়াপাড়া মৌচনি ক্যাম্পের জি-ব্লকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান বলেন, ‘ক্যাম্পে আগুন লাগলে মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এ সময় আগুনে পুড়ে মৃত্যু হয় পাঁচ বছর বয়সী এক শিশুর।’
মৃত শিশুর পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউসার সিকদার বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও রোহিঙ্গাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে শতাধিক বাড়িঘর। এ ছাড়াও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় এপিবিএন।’