নেত্রকোণায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম (৪৮) খুনের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্গাপুর উপজেলার আলাদা দুটি স্থানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ এবং নেত্রকোণা কার্যালয়ের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যার দিকে তাদের আটক করে। পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের।
অভিযানে নেতৃত্ব দেওয়া পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকর্মীদের দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযান চালিয়ে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৮) এবং মো. বাকী বিল্লাহ (৩০) নামের দুই যুবককে আটক করা হয়। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত লাল রঙের একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
যুবকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত রয়েছেন। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।
শফিকুল দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে এসআই হিসেবে কর্মরত ছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা, থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ছুটি নিয়ে গত বুধবার বাড়িতে আসেন। পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বের হন। সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে পানমহাল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সর্বশেষ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা গত শুক্রবার সকালে বাদী হয়ে মামলা করেন। এতে অজ্ঞাত ছয়জনকে আসামি করা হয়।
হত্যাসংক্রান্ত একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওই ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে শফিকুল ইসলাম প্যান্ট ও শীতের পোশাক পড়ে পানমহালের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই সময় আকস্মিকভাবে তিন থেকে চারজন যুবক হামলা চালিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছেন। ওই যুবকদের মধ্যে একজনের মাথায় টুপি রয়েছে। তিনজনই জ্যাকেট পরা। দুজনের জ্যাকেটে হাত হলুদ রঙের।
ওই এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করে জানান, তিনি চিৎকার শুনে এগিয়ে এসে দেখেন কয়েকজন দুর্বৃত্ত শফিকুলকে এলোপাতাড়ি কোপাচ্ছে। পরে দুর্বৃত্তরা দৌড়ে সটকে পড়ে। তবে অন্ধকার থাকায় কাউকে চেনা যায়নি।
নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘কারা, কেন আমার ছেলেকে হত্যা করল, আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার ছেলেকে আর ফিরে পাব না। কিন্তু আমি চাই জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক।’
এ বিষয়ে জানতে চাইলে পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, রোববার দুপুরের দিকে নেত্রকোণা জেলা আদালতে গ্রেপ্তারকৃতদের সোপর্দ করা হয়।