বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্ত হত্যার প্রতিবাদে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৭ জানুয়ারি, ২০২৫ ১৬:২৭

পারভেজ আহমদ রনি ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের নানা সীমান্তে এ বিষয়ের ওপর টানা কাজ করেছেন। সেখান থেকে বাছাই করা ২৪টি ছবি ‌বর্ডার দ্যাট ব্লিডসে প্রদর্শন করা হচ্ছে।

ফেলানী দিবসে সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘বর্ডার দ্যাট ব্লিডস’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

দৃকের আয়োজনে পারভেজ আহমদ রনির একক আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে এ প্রদর্শনীতে।

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেলানীকে গুলি করে হত্যা করে পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলিয়ে রাখে। প্রায় দেড় দশক কেটে গেলেও ফেলানী হত্যার বিচার হয়নি। তার স্মরণে প্রদর্শনীটির আয়োজন হচ্ছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে এখন পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় ১ হাজার ৪০০ বেসামরিক বাংলাদেশি নাগরিককে হত্যা করে।

পারভেজ আহমদ রনি ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের নানা সীমান্তে এ বিষয়ের ওপর টানা কাজ করেছেন। সেখান থেকে বাছাই করা ২৪টি ছবি ‌বর্ডার দ্যাট ব্লিডসে প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম ও আয়োজন সংশ্লিষ্টরা।

প্রদর্শনীটি ৯ জানুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ বিভাগের আরো খবর