ফেলানী দিবসে সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘বর্ডার দ্যাট ব্লিডস’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
দৃকের আয়োজনে পারভেজ আহমদ রনির একক আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে এ প্রদর্শনীতে।
২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেলানীকে গুলি করে হত্যা করে পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলিয়ে রাখে। প্রায় দেড় দশক কেটে গেলেও ফেলানী হত্যার বিচার হয়নি। তার স্মরণে প্রদর্শনীটির আয়োজন হচ্ছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় ১ হাজার ৪০০ বেসামরিক বাংলাদেশি নাগরিককে হত্যা করে।
পারভেজ আহমদ রনি ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের নানা সীমান্তে এ বিষয়ের ওপর টানা কাজ করেছেন। সেখান থেকে বাছাই করা ২৪টি ছবি বর্ডার দ্যাট ব্লিডসে প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম ও আয়োজন সংশ্লিষ্টরা।
প্রদর্শনীটি ৯ জানুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।