সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর দেহাবশেষ সিলেটে স্থানান্তর করে দাফন করা হয়েছে।
সিলেটের কানাইঘাট উপজেলায় নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রোববার বাদ আছর বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় হারিছ চৌধুরীর দেহাবশেষ দাফন করা হয়।
এর আগে হারিছ চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট নগরের শাহী ঈদগাহে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন বিদেশি মিশনে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী ও হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এ সময় হারিছ চৌধুরীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন তারা।
বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগাহ মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা হুজায়ফা হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাহী ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুমিন।
শনিবার রাতে অ্যাম্বুলেন্সযোগে হারিছ চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেটের উদ্দেশে রওয়ানা হন তার মেয়ে ও অন্য স্বজনরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তারা সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছেন। পরে সেখানে প্রশাসন এবং সিলেট জেলা-মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের পক্ষ থেকে দেহাবশেষে শ্রদ্ধা নিবেদন করা হয়।