বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘাটাইলে পল্লী বিদ্যুতের গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভোগান্তিতে গ্রাহক

  • প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)   
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ১৮:৫৭

পাকুটিয়া পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম জানান, পুরোপুরি পাওয়ার সংযোগ পুনঃস্থাপন করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। আপাতত জামালপুর পাওয়ার গ্রিড থেকে বিকল্প সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় পল্লী বিদ্যুতের ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে এই দুর্ঘটনার ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ-গ্রাহকরা।

এদিকে সবশেষ এই ঘটনা নিয়ে সাবস্টেশনে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী জানান, হঠাৎ করেই সাবস্টেশনে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘাটাইল উপজেলা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আন্ডারগ্রাউন্ড পাওয়ার ক্যাবল এবং কন্ট্রোল ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পরিবর্তন না করা পর্যন্ত গ্রিড সাবস্টেশন চালু করা সম্ভব নয়। মেরামত করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

পাকুটিয়া পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম জানান, পুরোপুরি পাওয়ার সংযোগ পুনঃস্থাপন করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। আপাতত জামালপুর পাওয়ার গ্রিড থেকে বিকল্প সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এই সময়ে টাঙ্গাইল গ্রিড থেকে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও গোপালপুর, ভূঞাপুর, ধনবাড়ী, ঘাটাইল এবং মধুপুর উপজেলায় লোডশেডিং বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের কারণেই বার বার এ ধরনের অগ্নিকাণ্ড ঘটছে। আর গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

গ্রাহকদের দুর্ভোগ কমাতে প্রশাসন এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিভাগের আরো খবর