বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ১৫:৩৫

দুপুর সোয়া ১২টা থেকে চিকিৎসকরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি ছেড়ে গন্তব্যস্থলে হেঁটে যেতে দেখা যায় যাত্রীদের। পরে পুলিশের পক্ষ থেকে ডাইভারশন দিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। 

বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন চিকিৎসকরা।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) ব্যানারে রোববার আয়োজিত এ অবরোধে যোগ দেন বিভিন্ন মেডিক্যালের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী শতাধিক চিকিৎসক।

দুপুর সোয়া ১২টা থেকে চিকিৎসকরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি ছেড়ে গন্তব্যস্থলে হেঁটে যেতে দেখা যায় যাত্রীদের। পরে পুলিশের পক্ষ থেকে ডাইভারশন দিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

এর আগে গত ২২ ডিসেম্বর একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন চিকিৎসকরা। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে তারা শাহবাগ মোড়ের অবরোধ তুলে নেন, তবে ভাতা ৫০ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়। সেই প্রজ্ঞাপনকে বয়কট করে আজ আবারও রাস্তায় নামেন চিকিৎসকরা। তারা বলছেন, ৫০ হাজার টাকা না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না।

অবরোধের বিষয়ে ডিএমজে সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী বলেন, ‘দাবি পূরণে যত বিলম্ব হবে, আমরা তত ঐক্যবদ্ধ হব, শক্তি সঞ্চয় করব।

‘আমাদের চাপ দিয়ে লাভ নেই। তা না করে কীভাবে তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেবেন, সেটা নিয়ে ভাবেন। আমরা কারও দালাল নই।’

এ বিভাগের আরো খবর