সব সংস্কার প্রস্তাব নিয়ে পাবলিক ডায়ালগ চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ আয়োজিত জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে বক্তব্যে তিনি এমন অভিমত ব্যক্ত করেছেন।
গোলাম পরওয়ার বলেন, ‘সংস্কার, সংলাপ, জাতীয় ঐকমত্যের প্রশ্নে আমি বলব, সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে; সেই কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। সহজ পথ হলো, আমরা পরামর্শ দিয়েছি, সব দল দিচ্ছে।
‘আমি প্রধান উপদেষ্টাকে ম্যাসেজ দিতে চাই, প্রস্তাবগুলো ডিসেম্বরের মধ্যে হয়তো এসে যাবে। আসার পর এগুলোকে সর্টআউট করে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের কাছ থেকে আসা সব সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন সেগুলো নিয়ে আরেকটি পাবলিক ডায়ালগের ব্যবস্থা করুন। সেখানে একটা জাতীয় ঐকমত্য তৈরি হতে পারে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংস্কার বিশাল ব্যাপার। রাষ্ট্রের সব অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। অন্তবর্তী সরকারের পক্ষে সব কিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম।’
তিনি বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তার পরই একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সেজন্য যতটুকু সময় প্রয়োজন জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে তা দিতে প্রস্তুত।’