বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

  • প্রতিবেদক, সিলেট   
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ২২:৫৫

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুরের মিনাটিলা এলাকার সীমান্ত পিলারের ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন প্রবেশ করে। এ সময় খাসিয়া কয়েকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব হলে একজন কিশোর মারুফকে লক্ষ্য করে গুলি চালায়।

সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত ১৬ বছর বয়সী মারুফ মিয়া জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে। ভারতীয় খাসিয়া নাগরিকের গুলিতে সে নিহত হয় বলে জানা গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়া আদিবাসীদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় খাসিয়া কয়েকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে খাসিয়া একজন তার একনলা গাদা বন্দুক দিয়ে মারুফকে গুলি করে।

তিনি বলেন, মারুফকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং পরিবারের সদস্যরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকেল ৩টার দিকে মারুফ মারা যায়।

বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।

বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলির ঘটনা জানার পর দেড় কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বিজিবি মিনাটিলা বিওপি ভারতের বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানায়।

বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি দেয়ার পাশাপাশি অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর