দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
হাতিরপুলের প্ল্যানার্স টাওয়ার এলাকায় বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন।
সন্ধ্যা ছয়টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে আহত সবাই চিকিৎসা নেন। তাদের মধ্যে সম্পাদক শফিকুল ইসলাম গুরুতর আহত হন।
আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘বিকাল সাড়ে চারটার দিকে হঠাৎ করে ২০ থেকে ২২ জনের একটি দুর্বৃত্ত দল রড, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না।
‘ধারণা করছি পূর্বপরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।’
এর আগে হামলাকারীরা জনবাণীর কার্যালয়ে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘আমরা বসুন্ধরা সিটি সেন্টার থেকে অফিসে যাচ্ছিলাম। আমাদের অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে এ হামলা চালায়।’
পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে দাবি করে বশির হোসেন খান বলেন, ‘তারা (হামলাকারীরা) আমাদের পেয়ে প্রথমে নাম জিজ্ঞাসা করে। এরপর হামলা চালায়।
‘এমনভাবে এসেছিল যে, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। সম্পাদককে হত্যার জন্য টার্গেট করে এ হামলা চালানো হয়।’