বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সচিবালয়ের মালামাল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ফায়ারফাইটার নিহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৯

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  আহত হাবিবুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।’

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় মালামাল নিয়ে রাস্তা পার হওয়ার সময় মালবাহী ট্রাকচাপায় শোয়ানুর জামান নয়ন (২৮) নামের ফায়ারফাইটার নিহত হয়েছেন।

একই ঘটনায় হাবিবুর রহমান (২৬) নামের আরও এক ফায়ারফাইটার আহত হন।

তারা দুজনেই তেজগাঁও ফায়ার সার্ভিস টিমের সদস্য।

সচিবালয় ভবনে বুধবার গভীর রাতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের টিমের দুইজন সদস্য মালামাল সরিয়ে সচিবালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাকের চাপায় দুজন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে চারটার দিকে নয়নকে মৃত বলে জানান।

এ ঘটনায় আহত হাবিবুর রহমান জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

দুজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া নিয়ে তাদের সহকর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকার ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের সদস্যরা কাজ করেন। তখন আমরা তেজগাঁও ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য সচিবালয়ের আগুন লাগা ভবনে মালামাল সরিয়ে নিয়ে সচিবালয়ের রাস্তার বিপরীত পাশে নেয়ার পথে বেপরোয়া একটি মালবাহী ট্রাক শোয়ানুরকে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান আহত হন।

‘পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে শোয়ানুরকে চিকিৎসক মৃত বলে জানান।’

তিনি আরও জানান, শোয়ানুরের বাড়ি রংপুর জেলায়। আর আহত হাবিবুর রহমানের বাড়ি টাঙ্গাইল জেলায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত হাবিবুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর