উন্নত চিকিৎসার জন্য আগামী বছরের ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যেতে পারেন নানাবিধ শারীরিক জটিলতায় ভোগা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে বুধবার এ তথ্য জানান।
বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, ‘বিমান ভ্রমণের জন্য ফিট থাকলে আগামী ৭ জানুয়ারি লন্ডন সফরে যেতে পারেন ম্যাডাম (খালেদা জিয়া)।’
বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ দলটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ইউএনবিকে বলেন, কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে।
তিনি আরও জানান, খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন তার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক, বিএনপির একাধিক নেতা, বিএনপি চেয়ারপারসনের পিএস ও দুজন গৃহকর্মীসহ ১৫ জন।