সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
নোয়াখালীর সোনাইমুড়ীতে জমি রেজিস্ট্রি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের এক নেতা।
সোনাইমুড়ী পৌর ভূমি রেজিস্ট্রি অফিসের সামনের রাস্তা থেকে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
গ্রেপ্তার ফাহিম হোসেন ছাত্রলীগের সোনাইমুড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সোনাপুর ইউনিয়নের ১ নম্বর দৌলতপুর ভূইয়া বাড়ির প্রয়াত শামছুল আলমের ছেলে।
সোনাইমুড়ী থানা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সোনাইমুড়ী থানার হত্যা মামলায় ঘটনায় জড়িত সন্দেহে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।