বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৃত ব্যক্তির গোসলে সাহায্য চেয়ে শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ

  • প্রতিনিধি, নেত্রকোণা   
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ১৭:১৭

নেত্রকোণা জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ‘ঘটনায় জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া মামলার প্রস্তুতি চলছে।’

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার গভীর রাতে মৃত ব্যক্তির গোসলে সাহায্যের কথা বলে এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।

খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ডাকাতদল ৫০ হাজার টাকা, পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে বলে দাবি আজহার মাহমুদ নামের ওই শিক্ষকের।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের ঢেউকাপাড়া এলাকায় তার বাড়িতে ডাকাতি হয়।

আজহার মাহমুদ খালিয়াজুরী উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এলাকার কয়েকজন বাসিন্দা, ভুক্তভোগী পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের খাবার শেষে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি আজহারের আধাপাকা ঘরটির সামনে এসে দরজায় ধাক্কা দিয়ে খুলতে বলেন। ওই সময় আজহার বাড়িতে ছিলেন না। তার বাবা গোলাম আহমদ আকন্দ ওই ব্যক্তিদের নাম পরিচয় জানতে চাইলে তারা জানান, গ্রামের একজন মারা গেছেন। মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য গোলাম আহমদের সহায়তা প্রয়োজন।

ওই সময় গোলাম আহমদ আকন্দ দরজা খুললে ওই ব্যক্তিদের মধ্যে তিনজন ঘরে ঢুকে তাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলেন। একই সঙ্গে আজহারের স্ত্রী-সন্তানদের জিম্মি করে রাখা হয়।

আজহারের দাবি, ওই তিনজন লোক আলমারির চাবি নিয়ে ড্রয়ার থেকে ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ নিয়ে যায়।

তিনি জানান, ওই দুর্বৃত্তদের মধ্য থেকে তার বাবা তিনজনকে চিনতে পেরেছেন। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আজহারের বাবার তথ্য অনুযায়ী দুজনকে পুলিশ আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন একই গ্রামের নয়াপাড়া এলাকার সবুজ মিয়া (৪৫) ও আবদুল শেখ (৩৫)।

পুলিশের দাবি, ঘটনাটি ডাকাতি নয়; এটি দস্যুতা।

নেত্রকোণা জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ‘এটি ডাকাতির মতো কোনো ঘটনা হয়নি, তবে দস্যুতাবৃত্তির ঘটনা ঘটেছে।

‘ঘটনায় জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া মামলার প্রস্তুতি চলছে।’

এ বিভাগের আরো খবর