বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘জাহানাবাদ এক্সপ্রেস’ চালু, ঢাকা-খুলনায় যাতায়াত পৌনে ৪ ঘণ্টায়

  • প্রতিবেদক, খুলনা    
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৪:০৮

খুলনা রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার আশিকুর রহমান বলেন, ‘এ ট্রেনে মোট আসন রয়েছে ৭৬৮টি। এর মধ্যে খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা করেছে। অন্যান্য স্টেশন থেকে বাকি আসনগুলোর টিকিট বুকিং হয়েছে।’ 

অবশেষে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু হয়ে স্বল্প সময়ের মধ্যে ঢাকা থেকে খুলনায় আসা-যাওয়ার ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’।

খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায় মঙ্গলবার সকাল ছয়টায়। বেলা পৌনে ১১টার দিকে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। সেখানে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

খুলনা রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার আশিকুর রহমান বলেন, ‘এ ট্রেনে মোট আসন রয়েছে ৭৬৮টি। এর মধ্যে খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা করেছে।

‘অন্যান্য স্টেশন থেকে বাকি আসনগুলোর টিকিট বুকিং হয়েছে।’

তিনি জানান, ঢাকা থেকে রাত আটটায় আবার ট্রেনটি ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত পৌনে ১২টায়।

নতুন রুটে ২০৮ কিলোমিটার দূরত্বের খুলনা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি প্রথমে যশোরের সিঙ্গিয়া থেকে নড়াইল হয়ে মধুমতী সেতু পার হবে। পরে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ট্রেনটি ঢাকায় যাবে। একই রুটে সেটি খুলনায় ফিরবে।

এর আগে খুলনা-ঢাকা চলাচলকারী দুটি ট্রেনের একটিতে সময় লাগত কমপক্ষে ৭ ঘণ্টা; অন্যটিতে সাড়ে ৯ ঘণ্টার বেশি। এমন পরিস্থিতিতে পদ্মা সেতু হয়ে চালু এ ট্রেনে সময় লাগবে পৌনে ৪ ঘণ্টা।

এ বিভাগের আরো খবর