বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

  • প্রতিনিধি, মৌলভীবাজার   
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৩:৫৪

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো জেলার তাপমাত্রা আট দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে ধরা হয়। সে হিসাবে মৌলভীবাজারে সকালে মৃদু শৈত্যপ্রবাহ ছিল। 

চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সকাল ছয়টায় ৯ দশমিক শূন্য ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।

এর আগে সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো জেলার তাপমাত্রা আট দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে ধরা হয়। সে হিসাবে মৌলভীবাজারে সকালে মৃদু শৈত্যপ্রবাহ ছিল।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ বলেন, ‘আজ শ্রীমঙ্গলে সকাল ৯টায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

‘আগামী কয়েক দিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে।’

এদিকে তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে।

মৌলভীবাজার জেলা শহর ও বাইরের এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে চা বাগানগুলোয় শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে হয় চা শ্রমিকদের।

প্রকৃতিতে প্রভাব

শীত বাড়ার সঙ্গে সঙ্গে জেলার চা বাগানের সারি সারি ছায়াগাছগুলো সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে কুয়াশার চাদরে। শ্রীমঙ্গলের পাখির অভয়ারণ্য বাইক্কা বিলসহ হাওর, জলাশয় আর চা-বাগানের লেকগুলো অতিথি পাখির কলকাকলীতে মুখর হয়ে উঠেছে।

প্রকৃতির এই রূপ দেখতে পর্যটকদের ভিড়ও বেড়েছে সবুজ ঘন চা বাগান, হাওর, বিল, জলাশয় আর চা-বাগান লেকসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নজরকাড়া পর্যটন গন্তব্যগুলোতে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জে রিসোর্ট, কটেজ, বাংলো, আবাসিক হোটেলগুলো পর্যটকদের ভিড় লেগে আছে।

পর্যটন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ডিসেম্বর মাসে স্কুলগুলোতে পরীক্ষা শেষে ছুটি থাকায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পর্যটকের ভিড় বেড়েছে।

ট্রেনের টিকিট সংকট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলগামী ট্রেনের টিকেট সংকট প্রকট আকার ধারণ করার খবর পাওয়া গেছে।

নিয়মিত যাত্রী ছাড়াও পর্যটক বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে টিকিট সংকট ব্যাপক আকারে দেখা দিয়েছে। চাহিদামতো টিকিট না পাওয়ায় অনেকেই পড়েছেন বিড়ম্বনায়।

আসন না পেয়ে অনেকেই স্ট্যান্ডিং টিকিট নিয়ে ভ্রমণ করছেন। ট্রেনগুলোতেও ভিড় লেগে আছে।

এ বিভাগের আরো খবর