বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদপুরে মেঘনায় থেমে থাকা কার্গো জাহাজে ৫ মরদেহ

  • প্রতিনিধি, চাঁদপুর   
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ১৭:০৪

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন জানান, চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে শরীয়তপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কার্গো জাহাজটিতে পাঁচজন মৃত ও তিনজনকে আহত অবস্থায় পাওয়া গেছে।

চাঁদপুরে মেঘনা নদীতে কার্গোবাহী একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

সোমবার বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন গণমাধ্যমকে জানান, চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে শরীয়তপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কার্গো জাহাজটিতে পাঁচজন মৃত ও তিনজনকে আহত অবস্থায় পাওয়া গেছে।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, সার বহনকারী এমভি আল-বাখেরা নামের কার্গো জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার পর দিন বা রাতের কোনো এক সময় দুর্বৃত্তদের কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বিকেলে কোস্টগার্ড, নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকেল সোয়া ৩টার দিকে জাহাজটি থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে।

তিনি জানান, আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ বিভাগের আরো খবর