গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভষ্মীভূত কারখানার ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার বেলা ২টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভষ্মীভূত কারখানার ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।