বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: বদিউল 

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ১৫:৩৫

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমি তো কোনো বাধা দেখছি না। কোনো রকম বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। আওয়ামী লীগের ব্যাপার, আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন।’

নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগের সামনে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমি তো কোনো বাধা দেখছি না। কোনো রকম বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। আওয়ামী লীগের ব্যাপার, আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন।

‘তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কোনো রকম বাধা-বিপত্তি তাদের দেয়া হবে না। সে রকম আমরা একটা নির্বাচন চাই। আমি আশা করি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

এই নির্বাচন বিশেষজ্ঞ বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ফলে তারা বিভিন্নভাবে নির্বাচনি কর্মকর্তাদের ও নির্বাচনি ব্যবস্থাকে নির্বাচনকে প্রভাবিত করেছে, কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন প্রভাবিত করার প্রশ্ন আসে না। আমি আশা করি যে, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।’

সব রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার তালিকা সঠিক করা সুপারিশে থাকবে। আশা করি নির্বাচন কমিশন এটা করবে।’

এ বিভাগের আরো খবর