কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে দুজন দম্পতি। তারা হলেন কুমিল্লার রাজশান এলাকার শারমিন আক্তার (২৯) ও হাটাহাজারী এলাকার ফিরোজ আহমদ (৪৫)। এ ছাড়াও টইটং ইউনিয়নের ধন্যাকাটা আবদুল্লাহপাড়া নতুনপাড়ার প্রয়াত ছৈয়দ আহমদের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক মনিরুল মান্নান (২২)।
নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, মরদেহ উদ্ধার এবং গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।